ঢাকা, রবিবার   ১৩ জুলাই ২০২৫

প্রধানমন্ত্রীর সঙ্গে এরশাদের সংলাপ ৫ নভেম্বর  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:০০, ৩১ অক্টোবর ২০১৮ | আপডেট: ২১:০৪, ৩১ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে আগামী ৫ নভেম্বর সংলাপে বসবেন সাবেক রাষ্ট্রপতি জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সন্ধ্যা ৭টায় এই সংলাপ অনুষ্ঠিত হবে। সংলাপে জাতীয় পার্টির ২০ সদস্যের একটি দল অংশ নেবে। 

আজ সন্ধ্যায় আওয়ামী লীগের দপ্তর সম্পাদ ড. আবদুস সোবাহন গোলাপ এবং তথ্য ও গবেষনা সম্পাদক এড. আফজাল হোসেন বারিধারার প্রেসিডেন্ট পার্কে প্রধানমন্ত্রী স্বাক্ষরিত সংলাপের আমন্ত্রণ পত্র জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের হাতে হস্তান্তর করেছেন।      

এসময় সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টের সাথে প্রধানমন্ত্রীর সংলাপ সফল হবেনা। কারন, তারা প্রধানমন্ত্রীর পদত্যাগ সহ যে দাবি তুলেছেন তা সরকার মেনে নিতে পারবেনা। তিনি বলেন জাতীয় পার্টি এখন দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ দল। জাতীয় পার্টি নির্বাচনে গেলেই নির্বাচন গ্রহণযোগ্য হবে। বিএনপি নির্বাচনে এলে জাতীয় পার্টি জোটবদ্ধ হয়ে নির্বাচন করবে আর নির্বাচনে বিএনপি না এলে তিনশো আসনেই নির্বাচন করবে জাতীয় পার্টি।

এসময় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবাহান গোলাপ বলেন, গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষায় জাতীয় পার্টি চেয়ারম্যানের সংলাপের আগ্রহ প্রধানমন্ত্রী স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু করতে প্রধানমন্ত্রীর সংলাপের দ্বার সব সময় উন্মুক্ত আছে।

চলমান রাজনৈতিক ইস্যু নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সংলাপে বসতে বৃহস্পতিবার গণভবনে যাবেন জাতীয় ঐক্যফ্রন্টের ১৬ জনের একটি প্রতিনিধিদল। জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে সংলাপে বসার পরদিনই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিকল্পধারা বাংলাদেশের সঙ্গে সংলাপে বসবেন। এ জন্য বিকল্পধারার সভাপতি ডা. বদরুদ্দোজা চৌধুরীকে ‘আমন্ত্রণপত্র’ও পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এসি

  


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি